• Uncategorized

    স্বাস্থ্যবিধি নিশ্চিত ও যানজট মুক্ত করতে হাট মালিক পক্ষের বিভিন্ন উদ্যোগ গ্রহনঃ

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ১২:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

     

     

    নাহিদ সুমন- জীবননগর চুয়াডাঙ্গাঃ

    চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় প্রতি বৃহস্পতিবার শিয়ালমারী পশু হাট বসে। আর এই পশু হাট বসার কারনে সপ্তাহের ঐ দিনে জীবননগর – চুয়াডাঙ্গা মহাসড়কে  হাট এলাকায় বিশাল যানজট সৃষ্টি হতো। কিন্তু এখন হতে হাটবসার দিনে ঐ সড়কে যানবহনসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে, সে জন্য শিয়ালমারী পশুহাটে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত সহ যানচলাচল স্বাভাবিক রাখতে হাট মালিক কতৃপক্ষ আজ থেকে নানা উদ্দ্যোগ গ্রহন করেছে।

    যানজট সৃষ্টিরোধে রাস্তার উভয় পাশে ১০ ফুট যাইগা খালি রাখা,রাস্তার ওপর পশু ওঠানামা না করা,পশু বহনকৃত গাড়ী নিদৃষ্ট স্থানে রাখার ব্যবস্থা,হাটের মধ্যে কোনো প্রকার গাড়ী প্রবেশ না করা,স্বেচ্ছাসেবক টিম দিয়ে তদারকি,মাইকে প্রচার প্রচারণা,মুখে মাস্ক নিশ্চিত,হাটের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা,প্রতিটি গেটে হ্যান্ড স্যানিটাইজার রাখা সহ স্বাস্থ্য বিধি মানার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছে হাট মালিক কতৃপক্ষ।

    ২/৯/২০২০

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ