প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৯:৫০:০২ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম-ঢাকা জেলা প্রতিনিধিঃ
করোনা সন্কটের সময় থেকে একের পর এক দুর্নীতির খবর আসছে। পিপিই কেলেন্কারি থেকে শুরু করে কিট বানিজ্যের যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখান থেকেই দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। বাজার মূল্যের থেকে কয়েকগুণ বেশী দামে কেনাকাটা করা হয়েছে। শুধু তাই নয় কোন প্রকার টেন্ডার ছাড়া কোন এক বিশেষ ঠিকাদারকে দিয়ে এসব কেনাকাটার অভিযোগও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই বাস্তবতায় প্রধানমণ্রী শেখ হাসিনার নির্দেশে বিতর্কিত যে সমস্ত জিনিসপএ সরবরাহ করা হয়েছে সেই সমস্ত জিনিস পএের বিল পরিশোধ করা হয়নি। এই ব্যাপারে প্রধানমণ্রীর আদেশে প্রধানমণ্রীর কার্যালয় সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে।
জানাগেছে যে, করোনা সন্কটের সময় যারা বিতর্কিত জিনিসপএ সরবরাহ করেছে স্বাস্হ্য মণ্রনালয়কে তাদের বিল আপাতত পরিশোধ না করার জন্য প্রধানমণ্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূএ গুলো জানিয়েছে যে, করোনা সন্কটে স্বাস্হ্যখাতে প্রায় ৫০০ কোটি টাকার বেশি লুটপাটের অভিযোগ উঠেছে।