প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ১:৩৯:২০ প্রিন্ট সংস্করণ
মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
স্বামীর মৃত্যুর পর মীরা বেগম বাবার বাড়ী চলে আসেন। ছোট্ট বাচ্চাকে নিয়ে বাবার সংসারেই চলে তার জীবন যাপন। স্বল্প আয় করা তার কমাত্র ভাই পরিবার নিয়ে ভিন্ন খায়। অসুস্থ বাবা ও ছোট মেয়েকে নিয়ে মীরার সংসার। অবশেষ অসুস্থ বাবাকে সেবা করার পাশাপাশি সংসার চালানোর জন্য বেছে নেয় ঝালমুড়ি বিক্রির পেশা। শুরুতে বেশ লজ্জা লাগলেও এখন আর লাগেনা বলে জানান মীরা। তার কেনাবেচা ও বেশ ভাল। প্রতিদিন ৫/৬ শত টাকা বিক্রি হয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন তার বাবা অসুস্থ হওয়ার পর তাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল তার পর তিনি সিদ্ধান্ত নেন যে কিছু একটা করার তখন সিদ্ধান্ত নে ঝাল মুড়ি বিক্রি করবেন।
তিনি আরো বলেন যে সব বেকার বা অভাবে আছে তারা এরকম তার মত ঝাল মুড়ি বিক্রি বা অন্য কিছু করে সংসার চালাতে পারেন তাহলে পরিবার ও দেশের বেকারত্ব কমবে।
এ সময়ে ঝালমুড়ি ক্রেতা আজিজুর বিশ্বাস বলেন সত্যি সে নিজে ইচ্ছা করে বেকার বসে না থেকে একটা কাজের পথ বেছে নিয়েছে বিষয়টি দেখে খুব ভালো লাগছে