হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় প্রবাসী স্বামীর ১৮ বছরের জমানো ৩০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে মাহিনুর (২৫) নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
মাহিনুর উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী।রবিবার (২৮ এপ্রিল)এ ঘটনা ঘটে।তাদের অভিযোগ ঘটনার পরে প্রবাসী আমির হোসেনের বড় বোন মোসাঃ অফেনুর বেগম কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অদৃশ্য কারণে তাদের অভিযোগ গ্রহণ করননি কাজিরহাট থানা পুলিশ। উপায়ান্ত না পেয়ে প্রবাসীর মা খাদিজা বেগম (৭৬) বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলাটি পিবিআই'র তদন্তে রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,২০১৭ সালে মোঃ আমিরের সাথে পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাটের আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়।পরম সুখে স্বাচ্ছন্দেই চলে তাদের সংসার। ৭ বছর আগে বিয়ে হওয়া মাহিনুর নিঃসন্তানী ছিলেন। সংসারে সুখ টিকিয়ে রাখতে আমির হোসেন তাহার সাথে স্ত্রী মাহিনুরকে দেড় বছর দুবাই নিয়ে রাখেন । বছর খানেক আগে মাহিনুর দুবাই থেকে বাড়িতে আসেন।বাড়ির লোকজনের অভিযোগ মাহিনুর তার বাবার বাড়িতেই বেশির ভাগ সময় থাকতো।তাহার চলাফেরা খুব উগ্রপন্থি ছিল।
প্রবাসীর মা বলেন, আমার ছেলে ১৮ বছর বিদেশ করছে।সংসার করতে গিয়ে সারা জীবনের সঞ্চয় সরল বিশ্বাসে বউয়ের নামে দিয়ে আমার ছেলে আজ নিঃস্ব হয়ে গেছে। এ ঘটনায় পুত্র বধূ ও তার পরকীয়া প্রেমিক রমজান সিকদারের দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে কোনো প্রবাসী তাহার মতো আর প্রতারিত না হয়। কাজির হাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন।তাদেরকে কোটে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.