• Uncategorized

    স্বাধীনতা-✍ ছাব্বির খাঁন

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৬:১৫:২৩ প্রিন্ট সংস্করণ

    সাহিত্য নিউজ ডেক্সঃ

    স্বাধীনতা

    ✍ ছাব্বির খাঁন

     

    আমি মুক্তি পেতে চাই

    কেউ আমাকে মুক্ত করে দেও?

     

    আমি বাঁচতে চাই,

    কেউ আমাকে বাঁচার অধিকার দেও?

    আমি স্বাধীনতা চাই –

    চাই একটা সুস্থ সমাজ।

    যে সমাজে থাকবে না

    কোন হাহাহানি মারামারি,

    থাকবে শুধু ভালোবাসা বাসি।

     

    আমি ফিরে পেতে চাই আবারো

    মহামারীর আগের দিন গুলি

    আহ্!  কি মধুর ছিল সে দিনগুলো।

    কত হাসি কত খুশি দিয়ে

    গেলো সবি ফাঁকি -।

    করোনা এসে সবকিছু নিয়ে নিল কেঁড়ে।

    জ্বালা দিল বাড়িয়ে, মানুষ গেলো পালিয়ে।

     

    আমি মুক্তি পেতে চাই আবারো

    শেষ বিকেলের গোধুলী লগ্নে,

    কেউ আমাকে মুক্ত করে দেও?

     

    আমি উঁড়তে চাই ডানা

    মেলে আকাশে,

    কেউ আমাকে স্বাধীনতা দেও?

     

    আমি ভাসতে চাই শূণ্যে ভেলায়,

    আঁকতে চাই হিংস্র মানুষের ছবি।

    মুছে নিতে চাই যত আছে অশুভ  গ্লানী -!

    ভন্ডকে চুরমার করে,

    গড়তে চাই সত্যের বাণী।

     

    চলো আমরা ফিরে আসি

    নিমজ্জিত মানবতাহীন পৃথিবী থেকে,

    একটি সুন্দর স্বর্গীয় আলোময় পৃথিবীতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ