• রংপুর বিভাগ

    স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপি আলোচনা সভার সমাপনী

      প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ১:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর কার্যালয় ৩ দিন ব্যাপি আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু’র সভাপতিত্বে ৩ দিন ব্যাপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর সভার প্যানেল মেয়র ছামিউল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুবিয়া বেগম, রত্না রানী, মনোয়ারা বেগম, কাউন্সিলর মাজেদুর রহমান প্রামানিক রুনু, জামিউল ইসলাম, মাহবুবুর রহমান, মশিউর রহমান বিপ্লব, লাবলু মিয়া, শাহীন মিয়া, হাবিবুর রহমান, দীপক কুমার সরকার প্রমূখ।

    এসময় পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন, স্বাধীনতা দিবস এই মাসে বাঙালি জাতির সংগ্রাম মুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই মাসে বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি আরও জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে কাউন্সিলরদের উপস্থিতে পৃথক পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ