প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৬:১০:৫৪ প্রিন্ট সংস্করণ
এইচ.এম.আল-আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমৃদ্ধি কর্মসূচির, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় লক্ষ্মীপুরের সদরে ” স্বপ্ন আমার উদ্যোক্তা হবো “শীর্ষক ২ দিন ব্যাপী ভিডিও ভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ডিসেম্বর মাস ব্যাপী ৪ ধাপে মোট ১০০ জন যুবক-যুবতীর মাঝে এ প্রশিক্ষন প্রদান করে সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট)
যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ ও সহায়তা করার লক্ষ্যে ”স্বপ্ন আমার উদ্যোক্তা হবো” দুইদিন ব্যাপী ভিডিও ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা, মজুরি-ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অংশীদারি-ত্ব বৃদ্ধি করা, সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি করা,এবং প্রতিটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবদের সবার মানসিকতা সৃষ্টি করা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির কার্যালয়ে ৪র্থ ধাপে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করেন লাহারকান্দী সমৃদ্ধি কর্মসূচি কো-অডিনেটর মোঃ গিয়াস উদ্দিন,সমাজ উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম মুরাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সোপিরেটের বিভিন্ন প্রোগ্রামের কর্মকর্তা বৃন্দু