• ময়মনসিংহ বিভাগ

    স্বপ্নে আলোকিত ৭১ তুমি

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২২ , ২:০৯:১৫ প্রিন্ট সংস্করণ

    স্বপ্নে আলোকিত ৭১ তুমি
    মোঃ সাইফুল ইসলাম আকাশ

    আলোকিত ৭১ তুমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলায় এগিয়ে চলো দ্রুতগতিতে পাবে তোমার যুগ্ম সম্মান।আলোকিত ৭১ তুমি কবি নজরুল এর অবিনাশী কবিতা। তুমি জয়নাল আবেদীনের শিল্প কর্মে কোটি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাও আপন গন্তব্যে আলোকিত ৭১ তুমি।
    উন্মুখর এই পৃথিবী
    আজ তার শোধ করো ঋণ
    অনেক নিয়েছ রক্ত, দিয়েছ অনেক অত্যাচার আর নয় এসেগেছে আলোকিত ৭১ সংবাদ সমাচার।
    আজ হোক বিচার তোমার মাধ্যমে অত্যাচারী দের তোমার সাহসী প্রতিবাদী কন্ঠে জেগেছে বাংলা।
    তোমার সহায় আছে নিষ্ঠুর কামান আছে আগামীর স্বপ্ন
    জানো নাকি আমাদেরও উষ্ণ বুক, রক্ত গাঢ় লাল সবুজ সময় বদলে এলে আলোকিত ৭১ তুমি।
    পেছনে রয়েছে বিশ্ব, ইঙ্গিত দিয়েছে মহাকাল,
    পারি দিয়ে আবার এলে আলোকিত ৭১ তুমি।
    স্পীডোমিটারের মতো আমাদের
    প্রাণে গতিবেগ আনে, ছেয়ে ফেলে জনপদ-গ্রাম সব জায়গায় শুধু আলোকিত ৭১ তুমি।
    বুঝেছি সবাই আমরা আমাদের কী দুঃখ আর এক নতুন আলোর কথা বলতেই এসেছ আলোকিত ৭১ তুমি।
    দেখ ঘরে ঘরে আজ জেগে ওঠেছে পিপাসার্তরা এক তৃপ্তির আশায়
    তবুও তুমি আজো যে সিংহাসনে আছ নিয়ে আলোর ঝলকানি
    তুমি কেবল আমাদের বিরাট আসার আলো আলোকিত ৭১।
    এখানে অরণ্য স্তব্ধ, প্রতীক্ষা-উৎকীর্ণ চারিদিক,
    গঙ্গায় প্লাবন নেই, হিমালয় ধৈর্যের প্রতীক আলোকিত ৭১ তুমি।
    এ সুযোগে খুলে দাও অপরাধ প্রদর্শনী,
    আমরা প্রহর শুধু আবার নতুন আলোর আলোকিত ৭১তুমি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ