• রাজশাহী বিভাগ

    স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে পত্নীতলায় আনন্দ শোভাযাত্রা

      প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ২:০২:০৪ প্রিন্ট সংস্করণ

    স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে পত্নীতলায় আনন্দ শোভাযাত্রা । “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু “বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু। শনিবার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে স্বপ্নের এই সেতুর শুভ উদ্বোধনের মধ্যদিয়ে আরেকটি জয়ের স্বাদ উপভোগ করলো বীর বাঙ্গালী জাতি। আর সারা দেশ এই পদ্মা সেতুর উদ্বোধনের উৎসবের আমেজে ভাসছে। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁর পত্নীতলাও মেতেছে নানা উৎসবে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হয়। সকালে ইউএনও লিটন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

    এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, থানার ওসি শামসুল আলম শাহ, শিক্ষা অফিসার মুসাক আলী, কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু , পুলিশ পরিদর্শক( তদন্ত) অর্পণ কুমার দাশ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ