প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৮:৩৩:৩৮ প্রিন্ট সংস্করণ
এমএ কাইয়ুম মাইজভান্ডারি মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘড়া ইউনিয়নের সৌদি প্রবাসী সচেতন নাগরিক সমাজের অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল উপজেলার বাঘড়া ইউনিয়ন ব্যাপী ৬শত শীতার্ত অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে এ কম্বল বিতরণ করা হয়।
জাগ্রত বিবেকের প্রোঃ হামিদুর রহমানের সার্বিক সহযোগিতায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আল নাসের তানজিল।অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফরহাদ খালাসি, শহিদুল খান,ফারুক, মহিন, স্বপন, মাসুদ রানা, শরীব, লিয়াকত, খোকন সহ অনেকে।