প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ৪:১১:৫৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
নানা জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শাখার ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ২৬ জন সহ-সভাপতি ও ৪ যুগ্ম-সম্পাদক এবং ৪ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। এক বছরের জন্য অনুমোদন দেয়া সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রলীগের এ কমিটিতে শাহরিয়ার রাহাত মোড়ল সভাপতি এবং আশিকুল ইসলাম আশিক সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া ২৫ জন সহ-সভাপতি হলেন- আল আমিন শিকদার, আশরাফুল হক সেতু, প্রতিম বিশ্বাস, মোঃ কাওসার মৃধা, এন বি পলাশ, মোহাম্মদ আলী, হাসান আল মাহমুদ জীবন, অমিত পাল, মোঃ সাইফুল ইসলাম, আতাউর রহমান, হাফিজুর রহমান মাহির, মোঃ শাহিন সরকার, ইমরান হোসেন ইমু, মোঃ সজিব আহমেদ, আল আমিন খান, জুনায়েদ ইসলাম রবিউল, সাইদ ইসলাম সাইফুল, তোফাজ্জল হোসেন, মামুন সরদার, সোহাগ বাড়ৈ, স্বরণ আকন্দ, সোলাইমান সীমান্ত, জয়ন্ত চক্রবর্তী সজিব , হৃদয় হাসান তারেক, রবি আলম ।
যুগ্ম-সম্পাদক পদে ৪ জন হলেন- মোঃ আল আমিন মোল্লা, শুকুর আহমেদ ওসমান, মোঃ আশিক আব্দুল্লাহ, রিপন হোসাইন। ৪ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন- ফারজানা সিমরান, মোঃ মাসুদ সিকদার ইনসান, দেব দুলাল ঢালী, মোঃ সাকিব আল হাসান। সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রায় তিন বছর ধরে তোড়জোড় চললেও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হচ্ছিল না। অবশেষে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।