কবিতা- "সোমলতার ব্যাস্ত শহর"
কলমে-ওয়ালিদ হাসান আরমান
ওগো সোমলতা ফিরবোনা আর কখনো তোমার ব্যাস্ত শহরে প্রেমের দাবি নিয়ে।
যেখানে এখনো আমার মতো বোকা প্রেমিকেরা ভীড় জমায় প্রেমের জন্য।
ওগো তোমার শহর আমার জন্য যে নিষিদ্ধ।
কারণ ও শহরে প্রেম নেই আছে শুধু মিথ্যে মায়া।
যে মায়ায় লোপাট করে নিয়েছো আমার রিদয়ের সমস্ত ভালোবাসা।
যার বিনিময়ে আমি পেয়েছি নিদারুণ অবহেলা আর খানিকটা বিরহ।
আমি যে এখনো ভাসছি তোমার দেওয়া বেদনার অশ্রুজলে।
ওগো সোমলতা কি পেলাম তোমায় ভালোবেসে?পাগল উপাধি ছাড়া।
তোমার শহরে যে অন্য কারো বসবাস।
তাই ফিরিয়ে দিয়েছো করে আমার সর্বনাশ।
আমি যে ছিলাম তোমার শহরে বসবাসের অযোগ্য নাগরিক।
হিরোশিমার মতো মায়ার বোমা মেরে ক্ষত-বিক্ষত করেছো আমার শহরের প্রণয় মন্দির।
হায়েনার মতো অহমিকার বেয়নেট দিয়ে ভেদ করেছো বুঁকেটাকে যেখান থেকে রক্ত ঝরছে প্রতিনিয়ত।
ওগো সোমলতা সত্যি বলছি আর কখনো ফিরবোনা তোমার ব্যাস্ত শহরে।
যে শহরের শ্বাশানে হয়নি আমার দেহের সৎকার।
আমি তো আমার শহরেই তোমার মায়ার চিতায় পুড়ছি বারংবার।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.