• Uncategorized

    সোনারগাঁ ঝাউচর গ্রামের সুবর্না নামের তরুণী নিখোঁজ

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৬:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না; স্টাফ রিপোর্টার-:

    সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের মজিবুর রহমানের মেয়ে সুবর্না আক্তার ছাদিয়া (১৭) তার নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

    গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৫ ঘটিকা হইতে সে ঝাউচর গ্রামের নিজ বাড়ী থেকে নিখোঁজ রয়েছে।
    তাকে খুজে পেতে সকলের সাহায্য কামনা করেছেন তার পিতাসহ পরিবারের সবাই।
    শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোন সন্ধান পাননি বলে জানিয়েছে তার পরিবার।

    এদিকে সুবর্না আক্তার ছাদিয়ার কোন খোজ খবর পাইলে তাৎখনিক ভাবে এই নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন। জরুরী ফোন- মোঃ রাজু- ০১৯২২-৪৪৬৯২৯, ০১৮৭২১৬২৩৩৬

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ