প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২০ , ৫:০৭:২১ প্রিন্ট সংস্করণ
সোনারগাঁয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার বককাঁচির আঘাতে মারা গেছেন বড় ভাই। শুক্রবার বিকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ইলারদী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান জামান (৪০) ইলারদী গ্রামের মহাবত মিস্ত্রির বড় ছেলে। আহত ছোট ভাই খোকন মিয়া (৩৫) হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মারামাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই নুরুজ্জামানকে লোহার বককাঁচি দিয়ে আঘাত করে ছোট ভাই খোকন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ছোট ভাই খোকন হাসপাতালে ভর্তি রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।