উজ্জ্বল আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় চক্ষু হাসপাতালের ড্রাইভারসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের নিয়ামতপুর(মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রংপুর বিভাগীয় শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম(৪০) ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী(৫৯)।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও থেকে বগুড়া যাচ্ছিলো ফাহিম এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪)। ঘটনাস্থলে রাস্তা পাড়াপাড়ের সময় বাসটি মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলামকে চাপা দিলে মারা যায় সে।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের নিচে ধানক্ষেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলী মারা যান।
মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, মহিদুল তিন বছর ধরে মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাচ্ছে। গতমাসে এখানে যোগদান করে।
ঘটনার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যায় সে। মহিদুল লাঞ্চ শেষ করে অফিসে ফিরছিলো।
সৈয়দপুর থানার পরিদর্শক(তদন্ত) খায়রুল আলম নিউজ বাংলাকে জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। খোঁজ খবর নেয়া হচ্ছে তাদের।এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.