প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ৪:১৯:৫৩ প্রিন্ট সংস্করণ
সেলাইয়ের কাজ শেখানোর কথা বলে টাকা নিয়ে উধাও হয়েছে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। গত ১২,১৩,১৪ তারিখ মহোদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামসহ আরও বেশ কয়েকটি গ্রামের সহজ-সরল মহিলাদের কাজ থেকে হাতিয়ে নেয় অনেক টাকা এবং তাদের কে দুই দিন সেলাইয়ের কাজ এর ক্লাসও করান।পরে সেই ব্যক্তি আর আসে না।ঘটনাস্থলে গিয়ে কথা বল্লে জানা যায়। যে সেই ব্যক্তি তাদের কে বলেন যে সে নাকি সাদুল্লাপুর উপজেলার গাছুরবাজার নামে গ্রামে ভাড়া থাকে।
আর সেই ব্যক্তি তাদের কে যে মোবাইল নাম্বার দেন সেটিও এখন বন্ধ পাওয়া যাচ্ছে। উক্ত মোবাইল নাম্বার টি ০১৯৮৬৮৯৯০১৮।তারা আরও বলেন যে উক্ত ব্যক্তির বাড়ি নাকি রংপুর শহরে। তাদের কাছে আনুমানিক ২০০০০টাকা হাতিয়ে নিয়ে পালায় হাবিবুর রহমান নামের সেই ব্যক্তি। ভুক্তভুকিরা আরও জানান যে ঐ ব্যক্তি যেন আর কোথাও এই রকম কাজ না করতে পারে সেই জন্য সবাইকে সচেতন হতে বলেন।