প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ৬:০২:০৭ প্রিন্ট সংস্করণ
সাংবাদিকরাতো ব্রিজ/সেতুর ধারাবাহিক সংবাদ প্রকাশ করছেই। সরাসরি নির্দেশনা না থাকলেও প্রতিটি উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন সাংবাদিকরা গণমাধ্যম প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকে।
দ্বিতীয়ত: দেশের সাংবাদিকরা জনস্বার্থে সংবাদ সংগ্রহে সেতু গুলোতে গাড়ির টোল পরিশোধ করে কাজ করছে। তাই সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন চাই: সেটা হচ্ছে’দেশের সকল সেতু গুলোতে সাংবাদিকদের টোল ফ্রি”
এটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দাবি করা হইলো। প্রিয় সাংবাদিক বন্ধু; দাবিটি আপনার কাছে গ্রহনযোগ্য হলে আপনিও জনমত তৈরীসহ দাবি বাস্তবায়নের স্বার্থে এটি পোষ্ট/শেয়ার করতে পারেন ধন্যবাদ।