সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে গতকাল বিকেলে দুই জেলেকে বাঘে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই জেলের এক সহযোগী নিখোঁজ আছেন।
জেলে দুইজন হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনো মিস্ত্রি নামে এক ব্যক্তির ছেলে মিজানুর রহমান (৪০)। নিখোঁজ সহযোগীর নাম আবু মুসা (৪১)। তিনি জয়াখালি গ্রামের সাত্তারের ছেলে।আজ দুপুর দুইটা পর্যন্ত ওই দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম জানান, জীবিকার প্রয়োজনে রতন, মিজানুর রহমান ও আবু মুসা এক সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর আবু মুসা মুঠোফোনে তাকে জানান, রতন ও মিজানুরকে কাচিকাটা এলাকা থেকে বাঘে ধরে নিয়ে গেছে। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরে তিনি ঘটনাটি রাত নয়টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশনকে জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.