প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৪:২৮ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহজাহান মিয়া-সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ ইং রোজঃ শনিবার সারা দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা শুরু হতে যাচ্ছে।
আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে উপজেলা পরিষদ পুকুর পাড় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে প্রাণী সম্পদ উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা,ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রানীজ সরবরাহ নিশ্চিত করা, টেকসই প্রযুক্তি প্রদর্শন, প্রাণীজাত পন্য বিপনন ও নিয়মিত গ্রহণে খামারী/জনগন কে উৎসাহিত করা সহ সকল লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধনের আয়োজন করা হয়েছে ।
উন্নত জাতের গাভী,বাছুর,ষাঁড়, উন্নত জাতের মহিষ, উন্নত জাতের ছাগল, ভেড়া, বিভিন্ন শৌখিন পাখি, বিভিন্ন প্রাণী প্রযুক্তি, টিকা ঔষধ সরবরাহ , প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি, প্রাণীজাত পণ্য বাজারজাত প্রযুক্তি সহ বিভিন্ন প্রদর্শনী আয়োজন সহ হরেক রকমের আয়োজন।