বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে পুরাতন উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সমান হতে গণিকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার। গনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান ক্ষেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারের ধান ক্ষেতে আ’লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গনি ওই প্রতিবন্ধি গৃহবধূকে জোর পূর্বক পাশ্ববর্তী ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধি গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসি ও গ্রহবধূর স্বামী বিষয়টি তাকে জানিয়েছে। আগামি ২৪ মার্চ উপজেলা আ’লীগ কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকার কারনে ওই এলাকায় যাওয়া হয়নি।
থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধি গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.