প্রতিনিধি ১৮ মে ২০২২ , ১০:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন-উর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মনজু মিয়া, আমিনুল ইসলাম, প্রথান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ ও আটটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ। সভার শুরতেই প্রজেক্টরের মাধ্যমে বন্যায় পূর্ব প্রস্তুতি হিসেবে আগাম করনিয় বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া বন্যা মোকাবেলা এবং ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহীত হয়।