প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ১০:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
“মজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। তারপর সেখানে দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ সম্পকে প্রাথমিক ধারণা প্রদান করেন সুুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসে সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা যুব অফিসার খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ফায়ার সার্ভিসের সদস্য আসাদুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থাপনায় দুর্যোগ থেকে আত্মরক্ষার নানা কৌশল শেখাতে মহড়া অনুষ্ঠিত হয়।