প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২২ , ৬:০৭:১৩ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচা ভাতিজার মধ্যে জমি-জমা নিয়ে পাল্টিাপাল্টি সংঘর্ষে উভয় পক্ষের ১২জন আহত এবং বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ও গতকাল শনিবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান ভাটিয়ার মোড় গ্রামে। জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জবেদ আলীর সাথে বাদশা মিয়ার ছেলে নুরুন্নবী মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় বৃহস্পতিবার উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের এক পর্যায় সংঘর্ষ বাধে এবং ওই জের ধরে ফের গতকাল শনিবার উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের ১২ জন আহত হয় এবং ঘরবাড়ি ভাঙচুর করে।
যারা আহত হয়েছেন তারা হলেন, জবেদ আলী, আব্দুল গনি বাচ্চু, মমিনা বেগম, আছিয়া বেগম, শহিদুল ইসলাম, সুফিয়া বেগম, নুরনবী মিয়া, নজিলা বেগম, বানেছা নুরনবীর, আনারুল ইসলাম. রাশেদা বেগম, আনোয়ারা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি তৌহিদুজ্জামান জানান এখন পর্যন্ত এনিয়ে থানায় মামলা হয়নি। এলাকার থমতমে পরিস্থিতি বিরাজ করছে।