প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ১১:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, রাশেদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ওয়ালিফ মন্ডল, সুুন্দরগঞ্জ পৌরসভার মেয়র, আব্দুর রশিদ সরকার ডাবলু, সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি),সরকার ইফতেখার মোকাদ্দেম, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য ইমদাদুল হক নাদিম, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমখ। এসময় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।