প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ৮:৪০:৩৭ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি অর্থ বছরের আউশ ফসলের প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, এসএপিপিও সাদেক হোসেন প্রমুখ। পরে প্রনোদনায় তালিকাভূক্ত প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ৩০ কেজি করে সার বিতরণ করেন অতিথিবৃন্দ। জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।