• সিলেট বিভাগ

    সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এরগৃহনির্মাণ সামগ্রী বিতরণ।

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ৯:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় হাজার হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি। দীর্ঘ এক মাস পরেও অনেক পরিবার আশ্রয়হীন। এসব অসহায় পরিবারের পাশে দাঁড়িলো মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ ১৩ আগষ্ট শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সুনামগঞ্জের বিশ্বম্ভপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ শাল্লা থানায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে গৃহসামগ্রী বিতরণ করেন।

    বিশ্বম্ভরপুর বিতরণ অনুষ্ঠানে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, মানবতার পাশে অসহায় মানুষের সাহায্য করা ইবাদত। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার কঠিন সংকটে সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রেখেছে। জনগণের জান মাল হেফাজতের জিম্মাদারি সরকারের। পরিতাপের বিষয়ে সরকার এ ব্যাপারে কাঙ্খিত কোন উদ্যোগ গ্রহণ করেনি। সরকার বাজেট করে, কিন্তু তা অসহায় মানুষের কাছে পৌঁছায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে ছিল আছে এবং থাকলে ইনশাল্লাহ।
    .
    গৃহ নির্মাণ সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া উপকমিটির সদস্য শহীদুল ইসলাম কবির, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, বামুক জেলা সদর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি সোহেল আহমদসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ