প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৪:০৯:৫৪ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ১৫০ পিছ শাড়ি লুঙ্গী, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন এ ১০০ ফ্যামেলীকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ১৫০ পিছ শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উত্তরের আমীর আনোয়ার হোসেন খাঁন। মৌলভীবাজার জেলার নায়েবে আমীর আব্দুর রহমান। সুনামগঞ্জ জেলার জামাতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। আরো উপস্তিত ছিলেন সুনামগঞ্জ জেলার বায়তুলমাল সম্পাদক কবির আহমদ। আরো উপস্তিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামাতের আমীর হাফিজ আবু খালেদ।
আরো উপস্তিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি কাজী নুরুল হক। আরো উপস্তিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার জামাত নেতা এডঃ আসাদুজ্জামান। আরো উপস্তিত ছিলেন স্হানীয় নেতাকর্মী বৃন্দ।এ সময় কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন সুনামগঞ্জের বানভাসি মানুষ যত দিন ধরে বাসস্থানে না ফিরছে ততদিন জামাতে ইসলামীর কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।