প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ১২:২৭:১০ প্রিন্ট সংস্করণ
পাবনার সুজানগরে জুয়া খেলার অপরাধে ৯ জুয়ারীকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মাস্টার পাড়া আনোয়ারের মোড় থেকে তাদের গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামসহ ৫ হাজার ষাট টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, মানিক সরদারের ছেলে হযরত সরদার(২০), দারোগ শেখের ছেলে সবুজ আহমেদ (২০) , মুকাই প্রাং ছেলে নয়ন প্রাং(২০) , মাহাতাব শেখের ছেলে মিন্টু(২১), মুছা মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৪), চাঁদু শেখের ছেলে সাজাই শেখ, কাশেম শেখের ছেলে শাহীন শেখ(২১) মোঃ সজীব শেখ(২৬), মোঃ আলম শেখের ছেলে সজীব শেখ(২৬),মোঃ আলতাফ খানের ছেলে নয়ন খান(২৩)
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার মাস্টার পাড়ায় কতিপয় কিছু লোকজন নিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে।উল্লেখ্যে ১নং আসামী হয়রত এর বিরুদ্ধে নারী অপহরন সহ গর্ণধর্ষন মামলা, ৪নং আসামী পিন্টু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এর মামলা সহ জুয়া মামলা,
৫নং আসামী মোঃ মিঠুন মন্ডল এর বিরুদ্ধে নারী অপহরন সহ গর্ণধর্ষন এবং খুন মামলা এবং ৭নং আসামীর বিরুদ্ধে নারী অপহরন সহ গর্ণধর্ষন মামলা রহিয়াছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।