প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৮:২৮:৩০ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান,পাবনা: পৌরসভা নির্বাচন ঘিরে অনেক জল্পনা – কল্পনা, টানা – হেঁচড়া, মামলা – মোকদ্দমা, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ৩১ মার্চ ২০২১ ইং তারিখে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নতুন তারিখ ঘোষণার পরপরই আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা মতবিনিময় এবং গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। সোমবার রাতে (২ মার্চ ২০২১) পৌরসভার মানিক দীর নিশি পাড়ায় নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার পাশু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।