প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৬:০২:৫২ প্রিন্ট সংস্করণ
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সুজানগর পৌরসভার আসন্ন
নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের
কার্যনির্বাহী কমিটির এক সভা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত
হয়েছে। সভায় উক্ত নির্বাচনে ৬জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা
প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাদের নাম মনোনয়ন বোর্ডে পাঠাতে উপজেলা ও
পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানিয়েছেন। প্রার্থীরা
হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ আব্দুল ওহাব, সাবেক
মেয়র উপজেলা আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা
আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আ’লীগ নেতা ও সুজানগর
মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল ও উপজেলা আওয়ামী
যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস
আলম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মিলনের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আলহাজ আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এতে আরও
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল
বিশ্বাস, এডঃ শাহজাহান আলী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
রবিউল হক টুটুল প্রমুখ। সভায় দলের হাইকমান্ডের নির্দেশ এবং যথাযথ নিয়মনীতির
ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের নাম নির্বাচনী মনোনয়ন বোর্ডে পাঠানোর
সিদ্ধান্ত গৃহিত হয়।