প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩৬:০৮ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং শনিবার গণটিকা কার্যক্রমের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভার হল রুমে গণটিকা কার্যক্রমের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে প্রস্ততি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিল। পৌরসভার সচিব গোলাম নবীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, হিসাবরক্ষক হেদায়েতুল ইসলাম মিঠু, পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হাই, আব্দুর রহিম, জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য সুজানগর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনা আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার
সুজানগর পৌরসভার ১.২.৩ ওয়ার্ড নিয়ে ভবানী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪.৫.৬ ওয়ার্ডের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠ।৭.৮.৯ ওয়ার্ডের মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড ১৯ করোনার টিকা ১২ থেকে যে কোন বয়সের কিশোর, নারী, পুরুষদের গণটিকা দেয়া হবে।