প্রতিনিধি ২৯ মে ২০২১ , ১:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ
ময়লা আবর্জনায় জলাবদ্ধতা সৃষ্টি নিরসনে সুজানগর পৌরসভার ময়লা আবর্জনায় বেহাল ও জরাজীর্ণ ড্রেন গুলো পরিস্কারের উদ্বোধন করেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। শনিবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র রেজাউল করিম রেজা জানান, ২ ও ৩ নং ওয়ার্ডের নিচু এলাকা গুলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে, দীর্ঘদিন যাবত পরিস্কার না করায় ড্রেনের মধ্যে ময়লা আবর্জনায় ভরপুর হয়ে গেছে, সামনে বর্ষা মৌসুমের আগেই সব ড্রেন পরিস্কার করা হবে।সেই সাথে পর্যায় ক্রমে সকল পাড়া মহল্লায় ড্রেন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সরদার আব্দুর রহিম।