• রাজশাহী বিভাগ

    সুজানগর পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ১০:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    সুজানগর পৌরসভার আয়োজনে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর পৌর পার্কে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভা এবং দোয়া মাহফিল ও কেক কাটা হয়। পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরনবী, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, মোসফিকুর রহমান সাচ্চু, জাকির হোসেন, আব্দুল হাই, আব্দুর রহিম, জায়দুল হক জনি, মানিক, কর আদায়কারী বাবুল হোসেন, লাইসেন্স পরিদর্শক সুব্রত কুমার কুণ্ডু প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ