• রাজশাহী বিভাগ

    সুজানগর পৌরসভার উদ্যোগে চাউল বিতরণ

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ১:০৪:২৪ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা :

    কোভিড—১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তায় ১০ কেজি করে ১২ শত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভার আয়োজনে, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চাউল বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

    পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব গোলাম নবী, প্রধান হিসাব সহকারী মাসুদ রানা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, কাউন্সিলর পাশু সরদার প্রমুখ।ক্যাপশন: পাবনার সুজানগর পৌরসভায় চাউল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ