প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ৭:০২:৫৪ প্রিন্ট সংস্করণ
মাননীয় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০৬/০৮/২০২২ তারিখ সুজানগর থানাধীন সৌক্ষেতুপাড়া মোড়ে পাকাঁ রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময়
ধৃত আসামি মোঃ মোস্তফা মোল্লার নিকট হতে চার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোঃ খায়রুল ইসলাম এর বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের খাটের তোষকের নিচ হইতে, আরো আট পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট মোট ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোস্তফা মোল্লা(২৯), পিতা-মোতাহার মোল্লা , গ্রাম- মাজপাড়া,
২. মোঃ খায়রুল ইসলাম(৩২), পিতা-মোঃ আজিদ প্রাং , গ্রাম- বোনকোলা , উভয় থানা- সুজানগর, জেলা –পাবনা।