সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান তারই ধারাবাহিকতায় সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৮/০৭/২০২২ তারিখ সুজানগর থানাধীন পৌরসভাস্থ মাষ্টারপাড়া আনোয়ারের মোড়ে জনৈক মোঃ হান্নান পিতা-মৃত হামিদ এর বসত বাড়ি সংলগ্ন গভীর নলকূপ ঘরে ১৮.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়ীকে জুয়া খেলার ১৫৬ পিস তাস, ৫০৬০/- টাকা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
জুয়াড়ীরা হলোঃ
১।মোঃ হযরত সরদার(২০), পিতা-মোঃ মানিক সরদার
২।সবুজ আহম্মেদ (২১), পিতা-মোঃ দারোগ শেখ
৩। মোঃ নয়ন প্রাং(২২), পিতা-মুকাই প্রাং ,
৪। মোঃ পিন্টু (২১), পিতা-মোঃ মাহাতাব শেখ
৫। মোঃ মিঠুন মন্ডল (২৪), পিতা-মোঃ মুছা মন্ডল
৬। সাজাই শেখ(২৫), পিতা-মোঃ চাঁদু শেখ
৭। মোঃ শাহীন শেখ(২১), পিতা-মোঃ কাশেম শেখ
৮। মোঃ সজীব শেখ(২৬), পিতা-মোঃ আলম শেখ সর্বসাং সুজানগর মাস্টারপাড়া, থানা- সুজানগর, জেলাঃ- পাবনা,
৯।মোঃ নয়ন খান(২৩), পিতা-মোঃ আলতাফ খান, গ্রাম- সুজানগর কালিবাড়ী, থানা- সুজানগর, জেলাঃ- পাবনা।
উল্লেখ্যে ১নং আসামী হয়রত এর বিরুদ্ধে নারী অপহরন সহ গর্ণধর্ষন মামলা, ৪নং আসামী পিন্টু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এর মামলা সহ জুয়া মামলা, ৫নং আসামী মোঃ মিঠুন মন্ডল এর বিরুদ্ধে নারী অপহরন সহ
গর্ণধর্ষন এবং খুন মামলা এবং ৭নং আসামীর বিরুদ্ধে নারী অপহরন সহ গর্ণধর্ষন মামলা রহিয়াছে। তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান। তিনি বলেন সুজানগর থানাকে সকল প্রকার অপরাধ মুক্ত করতে আমি বদ্ধপরিকর।চাই শুধু আপনাদের সহযোগিতা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.