প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ১:২৬:৪৮ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
টানা ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হলো।১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান জানান,মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে,৮২ টি অভিযান,৮১ টি মাছ ঘাট,২৬২ টি আড়ৎ,২৪৭ টি বাজারে। আটককৃত ইলিশ মাছ ২১৩ কেজি,১,৮৯০ লক্ষ মিটার জাল, মূল্য ২৮,৩৫০০০ টাকা,জেল দেওয়া হয়েছে ৩ জনকে, জরিমানা করা হয়েছে ৪৪,০০০ টাকা ও মামলা দায়ের হয়েছে ২৫ টি। উদ্ধার কৃত ইলিশ মাছ গুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।