• আইন ও আদালত

    সুজানগরে সরকারি রাস্তার গাছ কাটছে প্রভাবশালী মহল

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ১১:৫০:০০ প্রিন্ট সংস্করণ

    পাবনার প্রতিনিধি:

    পাবনার সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়নের নুরু উদ্দিনপুর গ্রামের সরকারি রাস্তার গাছ কাটছে এক প্রভাবশালী মহল, জানা যায় নুরুউদ্দিনপুর রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছ, একটি একটি মেহ গুনি গাছ ও একটি কাঠাল গাছ ছিল। বুধবার ৫ই মার্চ নুরুদ্দিনপুর গ্রামের চয়েন উদ্দিন কাউকে কিছু না বলে গাছ তিনটি কেটে ফেলেছে, পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ ফিরোজ খান ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন, এবং তিনি বন বিভাগের কর্মকর্তাকে জানালে তিনিও সেখানে উপস্থিত হন, এ বিষয়ে চয়েন উদ্দিন এর সাথে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন আমার জায়গার উপর তিনটি গাছ ছিল, 

    এবং তিনটি গাছ আমার লাগানো, আমি আমার বাড়ির কাজ করার জন্য গাছ স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলে তিনি গাছ কাটার পরামর্শ দেন। এদিকে স্থানীয় চেয়ারম্যান ফিরোজ আহমেদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি ওনার জমির পাশে উনি গাছ তিনটি আবাদ করেছে, তবে গাছ কাটার অনুমতি আমি দেই নাই। আমি খবর পেয়ে বন বিভাগকে জানিয়েছি। এদিকে বন বিভাগ কর্মকর্তার সাথে মুঠো ফোনে তাকে পাওয়া যায় নাই, তবে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ