• দুর্ঘটনা

    সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত ৬

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ১:৩২:২৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    সুজানগরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাতে পাবনার সুজানগরের পৌর এলাকার মানিক দীর লদের মোড়ে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। আহত মাইক্রোবাসের যাত্রী পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচি পাড়া গ্রামের নাছিম বিশ্বাসের মেয়ে মোছাঃ জুম (৯) ও স্ত্রী নাসরিন খাতুন (২৫), সুজানগরের ভবানীপুর গ্রামের আবু তালেবের স্ত্রী চাম্পা খাতুন (৫৫), মানিকের স্ত্রী মেরিনা খাতুন (৩০), আজিবরের ছেলে নয়ন (২৮), জাহাঙ্গীরের ছেলে জনি (১৭) ও মথুরা পুর গ্রামের নজরুলের ছেলে রাজ্জাক (৩৫) গুরুতর আহত হয়। এদের মধ্যে অবস্থার অবনতি হলে সবাইকে পাবনা জেনারেল হাসপাতালের প্রেরণ করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মেরিনা খাতুন নামে এক ব্যক্তি মারা যায় বলে খবর পাওয়া গেছে।
    সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, পৌর এলাকার লদের মোড় নামক স্থানে ট্রাকের চাকা খুলে মাইক্রোবাসে আঘাত করলে এই ঘটনা ঘটেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ