প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ৮:২৯:২৩ প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পুত্র সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য , আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, বর্ণাঢ্য র্যালি টি নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ থেকে পৌর শহরের প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে, আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও ৫২ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় ভার্চয়ালে প্রধান অতিথির বক্তব্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো,ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল,
উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আফছার আলী, মাহমুদুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সহ—সভাপতি সাব্বির আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগের সহ—সভাপতি শামীম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এছাড়াও গ্রামীণ ঐতিহ্য ঘোড়া ও মহিষের গাড়ী নিয়ে শত শত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।