প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২১ , ২:১১:১৩ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
পাবনার সুজানগর উপজেলায় লক ডাউনের দ্বিতীয় দিনে কঠোরভাবে পালিত ও বেশকয়েকজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ ভাবে লক ডাইন চলাকালীন সময়ে পৌর শহরে প্রধান সড়ক থেকে হোন্ডা চালক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
এবং মেশিনারিজ দোকান খোলা রাখার দায়ে ও মাস্ক না পড়ার অপরাধে একজন কে জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী। বৃহস্পতিবার উপজেলার খাদ্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য বিপনী বিতান, দোকানপাট বন্ধ ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা লকডাউনে দোকান খোলা রাখবে, যানবাহন চলাচল করবে,মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন মহামারী কোভিড ১৯ করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।