প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৩:৩০:১৮ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)মিনহাজুল ইসলাম।এ সময় উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান , মৎস্য কর্মকর্তা কাজী নুর কাজমীর জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ শাজাহান আলী, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, সুজানগর নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক এম মন্জু প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী আব্দুল বাছেত বাচ্চু, জয়িতা সরকার,ক্লারা অনামিকা, দেলোয়ার হোসেন। কবিতা আবৃত্তি করেন, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন, জয়ন্ত কুন্ডু।