মেহেদী মাসুদ-পাবনা:
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদী সংলগ্ন কাঞ্চন পার্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মৎস্য অফিসার নুর কাজমীর জামান খান।এ সময় আরো বক্তব্য দেন, কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,নৌ পুলিশের সাব ইন্সপেক্টর সাইদুর রহমান, মৎস্যজীবি ছাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও মৎস্যজীবী , আড়তদার ও মৎস্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।উল্লেখ্য ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাত করণ,ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দগুনীয় অপরাধ।এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.