প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ১:৩৮:০১ প্রিন্ট সংস্করণ
উপজেলা প্রশাসনের আয়োজনে, মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী’র সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি)মিনহাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, মৎস্য কর্মকর্তা কাজী নুর কাজমীর জামান খান, শিক্ষা অফিসার আব্দুল জব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ফিরোজ আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলী প্রমুখ।