• Uncategorized

    সুজানগরে মরহুম আবুল কাশেম মাস্টার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ২:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    বিপাশা চৌধুরী-পাবনা:

    পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কামাল পুর উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কাশেম মাস্টার ফুটবল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আবুল কাশেম মাস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন মরহুম আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠতম পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কামাল পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সমাজ সেবক ফিরোজ আহমেদ খান, বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। টুর্নামেন্ট কামাল পুর কে হারিয়ে দই পাড়া চাম্পিয়ান হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ