• রাজশাহী বিভাগ

    সুজানগরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১২:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    ” সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘ জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে ৫ জন জয়িতা কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। জয়িতাদের মধ্যে বক্তব্য দেন, শামীমা ফেরদৌস সুমি। অনুষ্ঠান পরিচালনা করেন, খালেদা ফেরদৌস আশা। ৫ জন জয়িতাদের মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী আসমা খাতুন, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জন কারী ফেরদৌসী সুলতানা লিজা,সফল জননী কনকলতা কুন্ডু, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু রেজিয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাপলা খাতুন কে ক্রেস প্রদান করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ