• রাজশাহী বিভাগ

    সুজানগরে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের ইলেকট্রিক প্রশিক্ষণের সমাপনী

      প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ১১:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

    উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক (হাউজ ওয়্যারিং) বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হল রুমে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও জাইকার প্রতিনিধি জাকিউল বারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ