প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৮:২১:৫৩ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমত”’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব মা দিবসের আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ তরিকুল ইসলাম মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে বলেন,বিশ্ব মা দিবস বিশেষ এই দিনটি আমাদের সবাইকে আবারও একবার স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কান্ডারীকে।সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে সেই নামটিই হলো মা।এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মা আমাদের ভালোবাসতে পারেন।মায়ের অসীম ভালোবাসা, স্নেহ ও স্পর্শেই সন্তান ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হয়ে উঠে।