• রাজশাহী বিভাগ

    সুজানগরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন-আহমেদ ফিরোজ কবির এমপি।

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২১ , ৩:০২:৩৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে,২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে গম ভূট্টা, সরিষা, সূর্য মুখী,চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে সার ও বীজ বিতরণ করা হয়।সার ও বীজ বিতরণ করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য

    আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। সহকারী কমিশনার (ভূমি)মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপ উদ্ভিদ সংরক্ষণ সহকারী কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৪১ শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ