এম মনিরুজ্জামান,পাবনা:
২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো, মরিচ পিয়াজ, বোরো ধান, ভুট্টা ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। এসময় আরো ও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম সামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন। প্রায় তিন শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.